থানায় জিডি করলেন মারধরের শিকার ঢামেকের সেই চিকিৎসক

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১০, ২০২২, ১২:৩৪ পিএম

থানায় জিডি করলেন মারধরের শিকার ঢামেকের সেই চিকিৎসক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকে মারধরের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার ভুক্তভোগী চিকিৎসক এ কে এম সাজ্জাদ হোসেন শাহবাগ থানায় ওই জিডি করেন।

আজ বুধবার সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগী চিকিৎসক সাজ্জাদ হোসেন ঢাকা মেডিকেল কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। মারধরকারীদের শনাক্ত করতে না পারলেও, তাদের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোগোওয়ালা টি-শার্ট পরিহিত ছিলেন বলে জানিয়েছেন তিনি।

জিডির বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হাওলাদার বলেন, ভুক্তভোগী থানায় একটি জিডি দায়ের করেছেন। আমরা তা গ্রহণ করেছি। সেই সঙ্গে তদন্ত কার্যক্রম শুরু করছি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের পক্ষ থেকে গতকাল বলা হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ ফুটেজ বিশ্লেষণ করে দোষী ব্যক্তিদের শনাক্ত করতে হবে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। তা না হলে তারা লাগাতার কর্মবিরতিসহ কঠোর কর্মসূচিতে বাধ্য হবে।

Link copied!