ইসির নির্দেশনা মানতে সরকার বাধ্য: ইসি মো. আলমগীর

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৬, ২০২২, ১০:৪৪ পিএম

ইসির নির্দেশনা মানতে সরকার বাধ্য: ইসি মো. আলমগীর

নির্বাচন কমিশন (ইসি) যা বলবে সাংবিধানিকভাবে সরকার তা মানতে বাধ্য বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আচরণবিধি ভঙ্গের বিষয়ে প্রত্যেক জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে এবং দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।  

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইমি মো. আলমগীর বলেন, “জেলা পরিষদ ও গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আচরণবিধি মানতে বাধ্য করতে ক্ষমতাসীন দলকে নির্দেশ দেওয়া হয়েছে।”

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে যে অনিয়ম হয়েছে, সে বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে ইসি মো. আলমগীর বলেন, “জেলা প্রশাসক, পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে। কমিশন আচরণবিধি লঙ্ঘন মেনে নিতে রাজি নয়। প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তারা যদি সেটা নিতে ব্যর্থ হয়, তবে আমাদের কিন্তু নির্বাচন কর্মকর্তা একটা আইন রয়েছে, আমরা সেই আইন প্রয়োগ করতে পিছপা হবো না।”

সরকারি দল দেশ চালায় বলে তারা মানতে আরো বাধ্য উল্লেখ করে ইসি মো. আলমগীর আরও বলেন, “ আমরা যেটা বলব, সাংবিধানিকভাবে সেটা মানা তাদের দায়িত্ব। এছাড়া, সরকারি দল হিসেবে মানতে বাধ্য। সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বার্তা দিয়েছি। আমরা আশা করি যে, দলীয় নেতাকর্মীরা যেন আচরণবিধি লঙ্ঘন না করে, সে বার্তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দলের শীর্ষস্থানীয় নেতাদের বলেছি।”

Link copied!