দিনাজপুরের বোচাগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে নৌপ্রতিমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৬, ২০২৩, ১১:৪১ পিএম

দিনাজপুরের বোচাগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে নৌপ্রতিমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

আজ (২৬ মার্চ) বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সারা দেশে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে এ দিনটি। 

দিবসটি উপলক্ষে নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহ্‌মুদ চৌধুরী এমপি দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।

এর আগে নৌপ্রতিমন্ত্রী দিবসের প্রথম প্রহরের দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। 

এরপর সকাল ৮টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম সেতাবগঞ্জ বড়মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, খেলাধুলা অনুষ্ঠিত হয়। 

খেলাধুলা শেষে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক ছন্দা পালের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। 

Link copied!