বগুড়া দুই আসনের উপনির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে। তিনি পেয়েছেন ‘একতারা’ প্রতীক। প্রতীক বরাদ্দ পেয়ে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বললেন, এবার তার লোকজন বেশি। এবার তিনি জিতবেন।’
বুধবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম তাকে প্রতীক বরাদ্দ দেন।
এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসান ও বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম জাকির হোসেন উপস্থিত ছিলেন।
হিরো আলম বলেন, ‘আমি সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু প্রতীকটি অন্য একটি রাজনৈতিক দলের নিবন্ধনে থাকায় আমি পাইনি। এতে আফসোস নেই। বিকল্প প্রতীক হিসেবে আমি ‘একতারা’ চয়েস করেছিলাম। সেটিই পেয়েছি।’
হিরো আলম আরও বলেন, ‘গতবারের মতো এবারও অনেক যুদ্ধ করে আমাকে প্রার্থিতা পেতে হয়েছে। নির্বাচন সুষ্ঠ হওয়ার ব্যাপারে আমি আশাবাদী। সাধারণ মানুষ তাদের সেবা করার জন্য আমাকেই সুযোগ দেবেন বলে আমি নিশ্চিত। আগামীকাল থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করব। সোশ্যাল মিডিয়ায় এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইব।’
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে হিরো আলম হাইকোর্টে রিট করে গতকাল মঙ্গলবার প্রার্থিতা ফিরে পেয়েছেন।
তাঁর করা পৃথক রিটের শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামান ও মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মনোনয়নপত্র গ্রহণ এবং তাঁকে প্রতীক বরাদ্দ দিতে রিটার্নিং কর্মকর্তাকে (জেলা প্রশাসক) নির্দেশ দেন।