দেশজুড়ে পাহাড়ায় থাকবে আওয়ামী লীগ নেতাকর্মীরা: ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২২, ০২:১৬ পিএম

দেশজুড়ে পাহাড়ায় থাকবে আওয়ামী লীগ নেতাকর্মীরা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ সামনে রেখে আজ থেকেই পাড়া, মহল্লায়, ওয়ার্ড, ইউনিট, জেলা-উপজেলায় সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ নেতা কর্মীরা।’

আজ মঙ্গলবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০ তম জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির ঢাকা সমাবেশ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর তারা সমাবেশ করবে। গত ১৩ বছরে তারা ১৩ দিনও রাস্তায় দাঁড়াতে পারেনি। মির্জা ফখরুল সাহেব জানি আপনার অন্তরে কেন এত জ্বালা। জালারে জ্বালা বুকে বড় জ্বালা। অন্তরে বড় জালা। পদ্মা সেতু নাকি জোড়াতালি দিয়ে করেছে, সেখান দিয়ে আজ হাজার হাজার গাড়ি চলছে। মেট্রোরেল, কর্ণফুলী টানেল উদ্বোধন হবে। শেখ হাসিনা একদিনে ১০০ সেতু উদ্বোধন করেছেন।’

খেলা হবে স্লোগানের পর তিনি বলেন, ‘ডিসেম্বরে খেলা হবে। নির্বাচনে খেলা হবে, আন্দোলনে খেলা হবে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে, লাঠির বিরুদ্ধে খেলা হবে। ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে। ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে খেলা হবে।’

এর আগে আগস্টের হৃদয়বিদারক স্মৃতি স্মরন করে তিনি বলেন, খুনিদের কারা পুরস্কৃত করল জবাব দিতে হবে। বিদেশে যাওয়ার অনুমতি দিল কারা। বিদেশে চাকরি দিল জিয়াউর রহমান। ২১শে আগস্ট গ্রেনেড হামলা কে করল?  সবকিছুর জবাব দিতে হবে।

ছাত্রলীগ প্রসঙ্গে কাদের বলেন, ‘আমার খুব খারাপ লাগে যখন ছাত্রলীগের কর্মীরা মেসেজ দিয়ে বড় গলায় বলে আমি অমুক ভাইকে মেনটেইন করি। ভাইকে মেনটেইন করতে হবে কেন? কিসের মেনটেইন? মেনটেইন করবে বঙ্গবন্ধুর আদর্শ। শেখ হাসিনার আদর্শ ও সাহসিকতা। ডিসিপ্লিন মেনটেইন করবে।’

এরপর নতুন নেতৃত্বের কাছে সুনাম ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।

Link copied!