দেশে নামল প্রথম ফিরতি হজ ফ্লাইট

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৫, ২০২২, ১১:০৭ এএম

দেশে নামল প্রথম ফিরতি হজ ফ্লাইট

৪১৬ জন হজযাত্রী নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট জেদ্দা থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫০২ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১টায় ঢাকার উদ্দেশে জেদ্দা থেকে রওয়ানা হয়। হজযাত্রীদের নিয়ে দ্বিতীয় ফ্লাইটটি আজ শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

Link copied!