দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের দাপট। জেলার তেঁতুলিয়ায় টানা পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এই পাঁচ দিন ধরে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তবে কুয়াশার পরিমাণ কম থাকায় সকালবেলা রোদের দেখা মিলেছে।
আজ বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
এর আগে গত ১১ ডিসেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিরাজ করলে মৃদু শৈতপ্রবাহ বয়ে যায়। তবে ওই তাপমাত্রা ৪৮ ঘণ্টা বা তার বেশি সময় স্থায়ী না হলে তাকে মৃদু শৈতপ্রবাহ বলা যায় না বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী মো. জাহাঙ্গীর আলম বলেন, “পাঁচ দিন ধরে একটানা তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এর মধ্যে ১১ ডিসেম্বর ও ১৫ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও তা ৪৮ ঘণ্টা বা তার বেশি সময় স্থায়ী হয়নি। এ জন্য এটাকে সরাসরি মৃদু শৈতপ্রবাহ বলা হচ্ছে না।”