বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার অনুমতির দাবিতে দলটি দ্বিতীয় দফায় দেশের ৩২টি জেলায় মিছিল সমাবেশ করবে । আগামী ১২ জানুয়ারি থেকে বিএনপি তাদের এই কর্মসূচি শুরু করবে।
বুধবার গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে জানানো হয়, আগামী ১২ জানুয়ারি রাজশাহী, কুমিল্লা, রংপুর, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট সমাবেশ করবে। উল্লেখিত জেলা সমুহে হানগরীর বাইরে সমাবেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
লফামারী, ফেনী, নওগাঁ, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়ায়, বরগুনা, শেরপুর এবং বাগেরহাটে সমাবেশ অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি।
আর আসছে ১৭ জানুয়ারি রাঙ্গামাটি, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ি, নড়াইল, পিরোজপুর, চুয়াডাঙ্গা, কুড়িগ্রামে সমাবেশ অনুষ্ঠিত হবে।
১৯ জানুয়ারি সমাবেশ অনুষ্ঠিত হবের ময়মনসিংহ (উত্তর জেলা মহানগরীর বাইরে সমাবেশ করতে হবে), ঝালকাঠি, মাগুরা, মাদারিপুর, বান্দরবন, মৌলভীবাজার এবং পঞ্চগড়ে।
এছাড়া, একই দাবিতে ২২ জানুয়ারি নারায়ণগঞ্জ, চাঁদপুর, সাতক্ষীরা, ময়মনসিংহ, নাটোর, বরিশাল, চট্টগ্রাম, সৈয়দপুর, শরিয়তপুর জেলায় ২২ জানুয়ারি সমাবেশ অনুষ্ঠিত হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।