এপ্রিল ১০, ২০২২, ০৮:১৫ পিএম
নিজের বিরুদ্ধে আনা ধর্ম অবমাননার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। পাশাপাশি রাষ্ট্রের কাছে নিরাপত্তাও চেয়েছেন তিনি।
রবিবার বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
এর আগে, ধর্ম অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলায় কারাগারে যাওয়ার ১৯ দিনের মাথায় রবিবার তাকে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আক্তার ভূঁইয়া।
তার বিরুদ্ধে কী কারণে অভিযোগ তোলা হতে পারে- এমন প্রশ্নের জবাবে হৃদয় চন্দ্র মণ্ডল বলেন, “আমি বলতে পারছি না কী ঘটছে। স্কুলে অভ্যন্তরীণ রেষারেষি থেকেও হতে পারে। প্রাইভেট পড়ানো নিয়েও হতে পারে।”তিনি আরও বলেন, “রাষ্ট্রের কাছে আমি নিরাপত্তা চাই।”
প্রসঙ্গত, মুন্সীগঞ্জ সদরের বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ে ২০ মার্চ দশম শ্রেণির ক্লাসে বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন হৃদয় মণ্ডল। তিনি ধর্মকে একটি ‘বিশ্বাস’ এবং বিজ্ঞানকে ‘প্রমাণভিত্তিক জ্ঞান’ হিসেবে ব্যাখ্যা করেন। গোপনে তার বক্তব্যের অডিও ধারণ করে এক শিক্ষার্থী।
পরে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদের কাছে ওই শিক্ষকের নামে ধর্ম অবমাননার অভিযোগ শুধু তাই নয়, বিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতরা জোটবদ্ধ হয়ে হৃদয় মণ্ডলের শাস্তির দাবিতে স্কুলে মিছিল বের করে।
পুলিশ, স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও তা ভেস্তে যায়। একপর্যায়ে হৃদয় মণ্ডলকে থানায় নিয়ে যায় পুলিশ। রাতে তার বিরুদ্ধে স্কুল সহকারী মো. আসাদ মামলা দায়ের করলে পুলিশ ২২ মার্চ হৃদয় মণ্ডলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।