নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৪, ২০২১, ০২:৪৭ পিএম

নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

কোভিড-১৯ টিকা দেওয়ার ক্ষেত্রে ১০০ কোটির মাইলফলক অর্জন করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকারকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভিনন্দন বার্তায় শেখ হাসিনা শত বাঁধা উপেক্ষা করে ভারতেই এই অর্জনকে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরো বলেন, এটি করোনা ভাইরাস নির্মূলকরণ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার দিকে একটি বড় পদক্ষেপ।

বার্তায় প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে অবগত করেন, তার সরকারও বাংলাদেশে গণটিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে দেশের অন্তত ৬ কোটি মানুষ কোভিড-১৯ এর টিকা নিয়েছেন। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশে আসা টিকাগুলোর অন্যতম উৎস ছিল ভারত।

প্রধানমন্ত্রী এসময়, বাংলাদেশে আবারো অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানির অনুমতি দেওয়ায় মোদীকে ধন্যবাদ জানান। বার্তায় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভারত থেকে বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি অব্যাহত থাকবে।

এসময়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে একত্রে কাজ করে এই অঞ্চল থেকে করোনা ভাইরাসসহ অন্যান্য বাঁধা দূর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে টিকা কার্যক্রম আরম্ভ করে গত ২১ অক্টোবরের মধ্যে ভারতের ১০০ কোটি মানুষকে কোভিড-১৯ এর টিকার আওতায় আনা হয়।

Link copied!