নায়িকা মাহিয়া মাহির স্বামীও জামিন পেলেন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২১, ২০২৩, ১২:৩৫ এএম

নায়িকা মাহিয়া মাহির স্বামীও জামিন পেলেন

ডিজিটাল নিরাপত্তা আইনসহ দুই মামলায় এবার জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী  রকিব সরকার। এর আগে, একই মামলায় জামিন পান মাহিয়া মাহি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাহিয়া মাহির আইনজীবী অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার।

 

প্রসঙ্গত, শুক্রবার (১৭ মার্চ) ফেসবুক লাইভে এসে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, “গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে। সেখানে দুর্বৃত্তরা হামলা করেছে। তারা শোরুমের গেট ভেঙে ভেতরে ঢুকে আসবাব, দরজা-জানালা, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ড খুলে ফেলেছে। অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে।”

মাহির অভিযোগ, ইসমাইল ওরফে লাদেন ও মামুন সরকার নামে দুজনের নেতৃত্বে প্রতিপক্ষ তাদের শো রুম দখল করে নিয়েছে। এ সময় ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তোলেন মাহি।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতেই ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের(জিএমপি) বাসন থানায় এসআই রোকন মিয়া বাদী হয়ে  মাহিয়া মাহি ও তার স্বামীর বিরুদ্ধে একটি মামলা করেন।  জমি দখলের অভিযোগে অন্য মামলাটি করেন স্থানীয়  এক বাসিন্দা।

ওমরা পালন শেষে গতকাল রবিবার দেশে ফেরেন রকিব সরকার। মাহি ও তার স্বামী এক সাথে ওমরা পালন করতে গেলেও শনিবার একাই দেশে ফিরলে ‍পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে কারাগারে যাওয়ার চার ঘণ্টা পর জামিনে বেরিয়ে আসেন মাহিয়া মাহি।

Link copied!