নিখোঁজের ৮দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, আটক ২

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২২, ০৫:৩১ পিএম

নিখোঁজের ৮দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, আটক ২

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা থেকে নিখোঁজের ৮দিন পর ফয়সাল আহম্মেদ (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় অভিযুক্ত ২ ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোর ফয়সাল গত ২৬ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে সোনারগাঁও থেকে নিখোঁজ হয়। ২৮ জানুয়ারি ফয়সালের মামা মো. মানিক বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।

র‌্যাবের ভাষ্য, গোয়েন্দা কার্যক্রম ও প্রযুক্তির সহযোগিতা নিয়ে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অপূর্ব চন্দ্র দাস (১৯) ও অপু দাস (২৫) নামের ২ ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুসারে আজ ভোরে সোনারগাঁওয়ের বাগমুছা ঋষিপাড়া এলাকার একটি পুকুর থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়। অপূর্ব ও অপু সম্পর্কে চাচা-ভাতিজা।

সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, আটক ২জনকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পূর্ব শত্রুতার জের ধরেই ফয়সালকে হত্যা করা হয়েছে। ২৬ জানুয়ারি রাতে অপূর্ব চন্দ্র দাস ফোনে ফয়সালকে তার সঙ্গে দেখা করতে বলেন। ফয়সাল দেখা করতে গেলে অপূর্ব তাকে বাড়ির পাশের উঁচু ভিটায় নিয়ে যান। সেখানে কথা বলার এক ফাঁকে অপূর্ব তার হাতে থাকা দড়ি দিয়ে ফয়সালের গলা পেঁচিয়ে ধরেন। এ সময় ফয়সাল চিৎকার করার চেষ্টা করলে অপু দাস তার মুখ চেপে ধরেন।  দড়ি দিয়ে  তার পা বেঁধে ফেলে। পরে মৃত্যু নিশ্চিত করে পুকুরে কচুরিপানার নিচে ফয়সালের লাশ ডুবিয়ে রাখা হয়।

Link copied!