নিজের দায়িত্ব ঠিকমতো পালন করেন নি কমিশনার মাহবুব তালুকদার: সিইসি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২১, ০৩:২৩ পিএম

নিজের দায়িত্ব ঠিকমতো পালন করেন নি কমিশনার মাহবুব তালুকদার: সিইসি

নির্বাচন কমিশনার হিসেবে মাহবুব তালুকদার নিজের দায়িত্ব ঠিকমতো পালন করেন নি বলে অভিযোগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। 

তিনি বলেন, ‌'নির্বাচন কমিশনার হিসেবে তার কি দায়িত্ব? এই যে পরামর্শ দিলেন; সেটা বাস্তবায়নে কোথায় কতোটুকু কী করেছেন? তিনি কোথায় কতোটুকু পরামর্শ দিয়েছেন, কাজ করেছেন? সেগুলো করেন কী না? তা না করে, এটা করা হয় নি, এটা করলে ভালো হতো। তাহলে তিনি করেন না কেন?"

মঙ্গলবার সকালে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব, এনআইডি উইং মহাপরিচালক ও প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।

বর্তমান নির্বাচনে কমিশনকে হেয়, অপদস্ত ও নিচে নামানোর জন্য কমিশনার মাহবুব তালুকদার যা করা দরকার সবই করে চলেছেন-মন্তব্য করে কে এম নূরুল হুদা বলেন, "দেশের নির্বাচন কমিশনের স্বার্থে তিনি কাজ করেন না; ব্যক্তি স্বার্থে ও একটা উদ্দেশ্য সাধন করার জন্য এ কমিশনকে অপদস্ত করার জন্য যতটুকু যা করা দরকার যখন যতটুকু করা দরকার ততটুকু করেছেন উনি। এ নির্বাচন কমিশনে যিনি যোগদান করেছেন, যতগুলো সভা হয়েছে সব সময় এটা করতেন। আর একটা বছর আছে তা তিনি বলতে থাকবেন। ভেবেছিলাম ভোটার দিবস হিসেবে তিনি কিছু বলবেন; কিন্তু তিনি রাজনৈতিক বক্তব্য রাখলেন। ইসিকে কতখানি হেয় করা যায়, কতখানি নিচে নামানো যায়, অপদস্ত করা যায় তা তিনি করে চলেছেন। ‘

ভোটার দিবসের অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের প্রসঙ্গ টেনে সিইসি বলেন, মাহবুব তালুকদার সাহেব অভ্যাসগতভাবে সারাজীবন আমাদের এ নির্বাচনে যোগ দেওয়ার পরদিন থেকে যা কিছু ইসির নেগেটিভ দিক তা পকেট থেকে একটা কাগজ বের করে পাঠ করতেন। আজকে এর ব্যতিক্রম হয়নি। ভোটার দিবস উপলক্ষ্যে তিনি (মাহবুব তালুকদার) একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন।

কে এম নূরুল হুদা জানান, নির্বাচন কমিশনের ভুলত্রুটি, একটা পুরনো কাগজপত্র বের করে একটা কিছু দাঁড় করানো সম্ভব। ইসির কার কি দায়িত্ব, কী পরামর্শ, কর্মকর্তারা কাজ কী করছেন- এগুলো করেন কিনা, এটা করলে ভালো হতো এসব প্রশ্ন করা যায়।’

এর আগে তিন নির্বাচন কমিশনার বক্তব্য দেন। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, নির্বাচন প্রক্রিয়ার সংস্কার না হলে সুষ্ঠু অবাধ নির্বাচন সম্ভব নয়। মনোনয়নই বড় কথা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া গেলে নির্বাচন কমিশনের প্রয়োজন হবে কিনা সেটাও একটি প্রশ্ন।

বহুদলীয় নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড কার্যকর হচ্ছে না মন্তব্য করে নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকা নির্ভুল না হলে গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নেয়া যায় না।

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, সুষ্ঠু ভোট স্বীকৃতিতে আসা উচিত, না হলে জাতির কাছে ভুল মেসেজ যায়। সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত নির্ভুল ভোটার তালিকা। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টদের নির্ভুল ভোটার তালিকা করতে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

নির্বাচন কমিশন সচিব জানান, দেশে এখন মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। 'বয়স যদি আঠারো হয় ভোটার হতে দেরি নয়' এই প্রতিপাদ্য নিয়ে এবারের ভোটার দিবস পালিত হয়।

Link copied!