অক্টোবর ২৪, ২০২২, ০৭:৫২ পিএম
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা নির্বাচনে দুষ্কৃতকারীদের শত্রু, আর ভালোদের জন্য মিত্র হিসেবে কাজ করে। ভসিষ্যতে আমরা স্থানীয়, জাতীয় ও উপনির্বাচনগুলোয় সিসি ক্যামেরা ব্যবহার করব।
সোমবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আহসান হাবিব বলেন, নির্বাচনে যাদের অসৎ উদ্দেশ্য আছে তারা কিন্তু সিসি ক্যামেরা এভয়েড করেন। নির্বাচনের মাঠে সিসি ক্যামেরা দুষ্কৃতকারীদের জন্য শত্রু হিসেবে কাজ করে বলে দাবি করেন নির্বাচন কমিশনার।
যাদের অসৎ উদ্দেশ্য আছে তারা কিন্তু সিসি ক্যামেরা এভয়েড করেন। আবার কেউ কেউ মনে করে প্রাইভেসি নষ্ট করছে সিসি ক্যামেরা। বাসার সামনে, রাস্তা-ঘাটে; সব জায়গায় ক্যামেরা বসানো। যারা দুষ্কৃতকারী তাদের জন্য সিসি ক্যামেরা শত্রু হিসেবে কাজ করে। আর যারা ভালো তাদের মিত্র হিসেবে কাজ করে বলেন মো. আহসান হাবিব খান ।
আহসান হাবিব খান আরও বলেন, বাজেট প্রাপ্যতা সাপেক্ষে আমরা জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করব। অতীতে যেমন এর সুফল পেয়েছি ভবিষ্যতেও পেতে চাই। আমরা ভালো নির্বাচন উপহার দিতে চাই।