নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহতের সংখ্যা বেড়ে ১৭

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২২, ২০২৩, ১১:১৫ এএম

নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহতের সংখ্যা বেড়ে ১৭

সংগৃহীত ছবি

ঝালকাঠিতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে গেলে তিন শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ধানসিড়ি ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন সরকার দ্য রিপোর্ট ডট লাইভকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ জানায়, পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ৬০ জন যাত্রী নিয়েবাশার স্মৃতি পরিবহন নামে বাসটি বরিশাল যাচ্ছিলো। বাসটি ছত্রকান্দা ধানসিড়ি ইউনিয়ন পরিষদের সামনে একটি অটোকে সাইড দিতে গিয়ে উল্টে গিয়ে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে।

ঝালকাঠি সদর থানার ওসি মোহাম্মদ নাসির উদ্দিন সরকার দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “এখন পর্যন্ত ৮ জন নারী, ৬ জন পুরুষ ও ৩ শিুশুর লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ২৩ জনকে উদ্ধার করে স্থানীয় ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।”

এদিকে, ঝালকাঠির সিভিল সার্জন জহুরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ২৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।

 

Link copied!