গৃহবধূ ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৪, ২০২১, ১১:৩৭ এএম

গৃহবধূ ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও  ধর্ষন মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন দেলু ও আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  এছাড়াও তাদের  প্রত্যেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন মামলার রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২ সেপ্টেম্বর দেলোয়ার বাহিনীর ওই দুই সদস্য ওই গৃহবধূর (৩৭) বসতঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এরপর তাঁরা ঘরে থাকা নারীর স্বামীকে বেঁধে রেখে নারীকে বিবস্ত্র করে অমানুষিকভাবে নির্যাতন করেন। ঘটনার ৩২ দিন পর অভিযুক্ত ব্যক্তিরা নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিলে বিষয়টি জানাজানি হয়। সারা দেশে ধর্ষণ ও নির্যাতনবিরোধী আন্দোলন শুরু হয়।

এ ঘটনার পর ২০২০ সালের ৬ অক্টোবর জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দলের প্রধান মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) আল-মাহমুদ ফয়জুল কবীর নোয়াখালীতে এসে ওই নারীর সঙ্গে দেখা করেন। তখন ওই নারী তাঁর কাছে অভিযোগ করেন, বিবস্ত্র করে নির্যাতনের আগে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার তাঁকে দুই দফা ধর্ষণ করেছেন। এর মধ্যে প্রথম দফা ধর্ষণ করে ২০১৯ সালের ৫ অক্টোবর, দ্বিতীয়বার ২০২০ সালের ৭ এপ্রিল। দেলোয়ারের সহযোগী আবুল কালামও তাঁকে ধর্ষণের চেষ্টা করেন।

সূত্র জানায়, গঠনার রাতেই (৬ অক্টোবর, ২০২০) বেগমগঞ্জ থানায় ওই নারী বাদী হয়ে দেলোয়ার হোসেন ও তাঁর সহযোগী আবুল কালামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর পরিদর্শক সিরাজুল মোস্তফা অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে গত বছরের ১৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

Link copied!