অক্টোবর ১৬, ২০২২, ০৭:২২ পিএম
সমুদ্রে অভিযান চালিয়ে চট্টগ্রামের পতেঙ্গায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় ৫ ইয়াবা ব্যবসায়ীকে আটক ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি স্পিড বোট ও একটি লাইফ বোট জব্দ করা হয়। গোপন সূত্রে তথ্য পেয়ে শনিবার (১৫ অক্টোবর) রাতে এ অভিযান চালায় র্যাব।
র্যাব জানায়, মাদক ব্যবসায়ীরা ইয়াবার একটি বড় চালান নিয়ে স্পিডবোটযোগে সমুদ্রপথে পতেঙ্গা সৈকতের দিকে আসছে- এমন তথ্য পেয়ে শনিবার রাতে র্যাবের একটি দল পতেঙ্গা সি-বিচ মেইন পয়েন্ট ঘাটে পৌঁছামাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক পালানোর চেষ্টাকালে স্পিড বোটের ভেতরে ও লাইফ বোটের ভেতরে থাকা ৫ জনকে আটক করে। পরে আসামিদের দেখানো মতে দুটি ট্র্যাভেল ব্যাগের ভিতর থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত মায়ানমার থেকে সাগর পথে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য তিন কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।