পদ্মা সেতুতে এক বছরে কত টোল আদায় হল,জানালেন সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুন ২৫, ২০২৩, ০৪:৪৬ পিএম

পদ্মা সেতুতে এক বছরে কত টোল আদায় হল,জানালেন সেতুমন্ত্রী

যানচলাচলের জন্য খুলে দেওয়ার পর পদ্মা বহুমুখী সেতুতে এক বছরে টোল বাবদ প্রায় ৮০০ কোটি টাকা আয় হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার সেতু ভবনের সম্মেলন কক্ষে পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য  জানান।

ওবায়দুল কাদের বলেন, “২৫ জুন ২০২২ থেকে এবছর ২৪ জুন রাত ১২টা পর্যন্ত মোট ৫৬ লাখ ৭৫ হাজার যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। তাতে মোট আয় হয়েছে ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ টাকা। রবিবার বিকালের মধ্যেই তা ৮০০ কোটিতে উন্নীত হবে “

এসময় তিনি আরও জানান, এই হিসাবে পদ্মা সেতু দিয়ে দৈনিক গড়ে সাড়ে ১৫ হাজার গাড়ি চলাচল করছে। এ থেকে প্রতিদিন গড়ে আয় হয়েছে ২ কোটি ১৮ লাখ টাকা।

‘সর্বশেষ সংশোধন অনুযায়ী এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি টাকা’ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, “আপনাদের জানা রয়েছে, আমাজানের পর পদ্মাকে বিবেচনা করা হয় মোস্ট আনপ্রেডিক্টেবল রিভার হিসেবে। নির্মাণ কাজের প্রতিটি ধাপেই ছিল নানান চ্যালেঞ্জ। নদীর আচরণ দেখে শেষ দিকে এসে আমাদের ডিজাইনে সামান্য পরিবর্তন আনতে হয়েছিল।”

এসময় তিনি আরও বলেন, "ডাবল ডেকার পদ্মা সেতু শুধু নিছক একটি পারাপারের সেতু নয়। এর সাথে যেমনি রয়েছে রেললাইন। তেমনি এপার থেকে ওপারে চলে গেছে গ্যাস এবং অপটিক্যাল ফাইবার লাইন। পাশাপাশি নির্মাণ করা হয়েছে পায়রা ও রামপাল হতে ঢাকাসহ সারাদেশে বিদ্যুৎ সঞ্চালনের জন্য আলাদা ৪০০ কেভিএ বিদ্যুৎ সঞ্চালন লাইন।"

রাষ্ট্রপতি ছাড়া প্রত্যেক নাগরিকের টোল দেওয়া বাধ্যতামূলক জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  বলেন, "প্রধানমন্ত্রীও সেতু পারাপারে টোল প্রদান করেছেন। তিনি উদ্বোধনের দিনই ৫৯ হাজার ৬ শ টাকা টোল প্রদান করেছেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা তাদের যানবাহনের বিপরীতে ৯১ লাখ ৭০ হাজার টাকা টোল দিয়েছে।"

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। সরকারের কাছ থেকে সেতু নির্মাণ ব্যয়ের অর্থ বিবিএ ঋণ হিসেবে নিয়েছে। এ ঋণের টাকা ধাপে ধাপে সরকারি কোষাগারে ফেরত দিবে বিবিএ।

এরইমধ্যে বিদায়ী অর্থ বছরে চারটি কিস্তি পরিশোধ করা হয়েছে। প্রথম দুটি কিস্তি বাবদ প্রায় ৩১৬ কোটি ৯১ লাখ এবং তৃতীয় ও চতুর্থ কিস্তি বাবদ প্রায় ৩১৬ কোটি ৩ লাখ টাকাসহ মোট প্রায় ৬৩২ কোটি ৯৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে বিবিএ। চুক্তি অনুযায়ী ৩৫ বছরের মধ্যে সম্পূর্ণ অর্থ সরকারকে ফেরত দেওয়ার কথা রয়েছে।

বহু বাধা বিঘ্ন পেরিয়ে ২০২২ সালের ২৫ জুন দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন এ সেতু সবার চলাচালের জন্য খুলে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Link copied!