পদ্মা সেতুতে গাড়ির গতিসীমা নির্ধারণ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৪, ২০২২, ০৯:১২ এএম

পদ্মা সেতুতে গাড়ির গতিসীমা নির্ধারণ

পদ্মা সেতুতে গাড়ির গতিসীমা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে সেতু কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ৬০ কিলোমিটার/ঘণ্টা, পদ্মা সেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ।

আরও বলা হয়েছে, তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশা ইত্যাদি), হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়িযোগে সেতু পারাপার হওয়া যাবে না। গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতায় মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করতে পারবে না এবং সেতুর ওপর কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।

পদ্মা সেতু একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা বিধায় সেতু পারাপারে সর্বসাধারণকে উপরোক্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

শনিবার (২৫ জুন) বাঙালির স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২৬ জুন ভোর ৬টা থেকে সরকার নির্ধারিত টোল দিয়ে সেতু পারাপার হওয়া যাবে।

Link copied!