পদ্মা সেতুর ওপর সোমবার সকাল থেকে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া সেতু ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টহলে থাকবে সেনাবাহিনী। গাড়ি থামালে এবং গাড়ি থেকে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জব্দ করা হবে গাড়ি।
সেতু বিভাগ ও প্রকল্পের সূত্রগুলো জানায়, প্রথম ৮ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ১৫ হাজারের বেশি গাড়ি পার হয়েছে। এর ৬০ ভাগের বেশি ছিল মোটরসাইকেল। মোটরসাইকেল চালক ও যাত্রীদের অনেককেই সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা ও আড্ডা দিতে দেখা গেছে। এর ফলে সেতুতে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। একটি মোটরসাইল দুর্ঘটনাও ঘটেছে। এছাড়া সেতুতে ভ্রমণের জন্য অনেক মোটরসাইকেল বাণিজ্যিকভাবে ব্যবহার হচ্ছে। এসবের পরিপ্রেক্ষিতে সরকার কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
এদিকে, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। আগামীকাল সোমবার ভোর ৬ টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করবে না।