পরীমণির অভিযোগ নিয়ে সংসদে আলোচনা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৪, ২০২১, ১২:১৪ পিএম

পরীমণির অভিযোগ নিয়ে সংসদে আলোচনা

জাতীয় সংসদের চলমান অধিবেশনে সোমবার (১৪ জুন) নায়িকা পরীমণির অভিযোগের বিষয়টি তুলেছেন চাপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশিদ।

এসময় তিনি সুষ্ঠু তদন্তের দাবি করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন। আয়োডিনযুক্ত লবন ২০২১ বিল নিয়ে সংসদে আলোচনার সময় এমন মন্তব্য করেছেন বিএনপির এই সংসদ সদস্য।

হারুনুর রশিদ বলেন, ‘পরীমনি যে নির্যাতনের বিষয়টি উপস্থাপন করেছেন তা সব গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এই ঘটনা তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

তিনি বলেন, ‘আইন করে কোন লাভ হবে না যদি না এগুলো সঠিকভাবে বাস্তবায়িত হয়। কয়েকদিন আগে পরিকল্পনা মন্ত্রী বলেছেন, অর্থ পাচারকারীদের তালিকা জমা দিতে। এটা কেন আমরা দিব? রাষ্ট্রের তাহলে কাজ কি?’

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে হারুনুর রশিদ বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রাণালয়ের দুর্নীতির কথা দেশের সবাই জানে। এতদিন বিভিন্ন গণমাধ্যমে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে সেগুলো তো মিথ্যা হতে পারে না।’

Link copied!