দুই বছর পর স্বাভাবিকভাবে পালিত হয়েছে ঈদ। উৎসবে মেতেছেন সবাই। এবার পর্যটন কেন্দ্রগুলোতেও মানুুষের আনাগোনা ব্যাপকভাবে বেড়েছে। ‘সাগরকন্যা’খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতে দেশি-বিদেশি পর্যটকদের উপচেপড়া ভিড়ে তিলধারণের ঠাঁই নেই।
বুধবার সারাদিন ব্যাপক ভিড় দেখা গেছে কুয়াকাটায়।
ঈদের চলমান ছুটিতে পর্যটকদের এমন উপচে পড়া ভিড় সপ্তাহজুড়ে থাকবে বলে ধারনা করছেন আবাসিক হোটেল ব্যবসায়ীরা। প্রতিদিন সৈকতের ৫ কিলোমিটার পূর্বদিকে গঙ্গামতি লেক ও পশ্চিমে আন্ধারমানিক মানিক নদীসহ তিন নদীর মোহনা পর্যন্ত পর্যটকদের পদচারণা লক্ষ্য করা গেছে।
সৈকতে কেউ গোসল করছে, কেউ ছবি তুলছে, কেউ ছাতার নিচে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করছে। আবার কেউ ঘোড়ার পিঠে চড়ে পুরো সৈকত ঘুরছে।
দীর্ঘ একমাস রোজায় কুয়াকাটায় পর্যটক কম ছিল তাই পর্যটক ব্যবসায়ীরাও অলস সময় পার করেছেন। কিন্তু ঈদের ছুটিতে পর্যটক বাড়ায় ব্যবসায়ীরাও ব্যস্ত সময় পার করছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, বর্তমানে পর্যটকদের ব্যাপক চাপ রয়েছে। আগত পর্যটকদেও যেকোনো .খারাপ পরিস্থিতি এড়াতে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতা নেবার তাগিদ দিয়েছেন।