পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি অগ্রবর্তী দলের রিপোর্টের ওপর নির্ভর করছে: ইইউ’র বিশেষ প্রতিনিধি

কূটনৈতিক প্রতিবেদক

জুলাই ২৬, ২০২৩, ১২:১২ এএম

পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি অগ্রবর্তী দলের রিপোর্টের ওপর নির্ভর করছে: ইইউ’র বিশেষ প্রতিনিধি

সংগৃহীত ছবি

বাংলদেশে আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষনের জন্য ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি ঢাকা সফর করে যাওয়া অগ্রবর্তী দলের পাঠানো রিপোর্টের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ঢাকায় সফররত সংস্থাটির মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।

মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর বিটিএমসি ভবনে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  

ইমন গিলমোর বলেন, “ইইউ মিশন গেলো তিন সপ্তাহ ধরে এদেশের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করছে। ইইউ অগ্রবর্তী দলের প্রতিবেদনের ওপর অনেক কিছু নির্ভর করছে। তবে এদের গণমাধ্যমকে সত্যিকার অর্থে মত প্রকাশ তথা কাজের সুযোগ অবারিত করে দিতে হবে।”

ইইউ’র মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি বলেন, “বাংলাদেশের স্বাধীন মানবাধিকার কমিশন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে। সংস্থাটির ক্ষমতায়ন বাড়াতে হবে।”

শ্রমিকদের অধিকারের সুরক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশের নিশ্চয়তা বিধানে বাংলাদেশের অর্জনে সন্তোষ প্রকাশ করে ইমন গিলমোর বলেন, “ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি বাড়াতে আরও যত্নশীল হওয়ার প্রয়োজন আছে।”

বৈঠক শেষে ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, “হত্যা, গুম, খুন নিয়ে বাংলাদেশকে যেভাবে তুলে ধরা হয়, আসলে এখানকার পরিস্থিতি অতটা খারাপ না বলে বৈঠকে ইইউর প্রতিনিধিকে জানানো হয়েছে।”

এসময় তিনি আরও বলেন, “ আমরা বলেছি-কমিশন বসে নেই। যখনই যে অভিযোগ এসেছে তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়েছে।এমনকি সরকারকেও জবাবদিহিতার আওতায় আনতে পেরেছে কমিশন।

প্রসঙ্গত, বাংলাদেশে ইমোন গিলমোরের এটি দ্বিতীয় সফর। এর আগে ২০১৯ সালের জুনে ঢাকা সফরে এসে গিলমোর বাংলাদেশে শ্রম অধিকারসহ মানবাধিকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা বলেছিলেন।

চলতি বরেরর মে মাসের প্রথম সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলস সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম একাধিক বৈঠক করেন। ওইসব বৈঠকে  ইমন গিলমোর গিলমোর উপস্থিত ছিলেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীতাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানালে তিনি আমন্ত্রন গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় ৬ দিনের সফরে বাংলাদেশে এসেছেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক প্রধান ইমন গিলমোর।

Link copied!