শেরপুরে পাওনা টাকা চাওয়ায় পূর্ব পরিকল্পিতভাবে মুনছুর আলী ফকিরকে(৩৬) ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হযয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতরা হলেন, মো. মুনছুর আলী (৪০), মো. আশিক মিয়া(২৫) এবং মো. আমির হোসেন (৩৫)।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
তিনি বলেন, “নিহত মুনছুর তাদের কাছ থেকে পাওনা টাকা আদায়ের জন্য চাপ প্রয়োগ করলে তাদের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে তারা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে।” ভিকটিমের কাছ থেকে বিভিন্ন সময় আসামীরা ১৫ হাজার টাকা নিয়েছেন বলেও তিনি জানান।
সিআইডির এই কর্মকর্তা আরও বলেন, “গত ১২ ডিসেম্বর শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা নদীরপাড়ের কাৰ্চারাস্তার উপর থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে জানা যায় যে, ভিকটিমের নাম মুনছুর আলী ফকির। ভিকটিম মুনছুর বিভিন্ন যানবাহনে হেলপারের কাজ করত বলে জানা যায়।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিআইডির এই বিশেষ পুলিশ সুপার জানান, “ভিকটিমের পরিবার, ঘটনাস্থল ও আশপাশ এলাকার বিভিন্ন উৎস হতে সরেজমিনে সংগ্রহ করা বিভিন্ন তথ্য ও উপাত্ত বিচার বিশ্লেষণ করে আসামীদের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ এলাকা হতে তাদের গ্রেপ্তার করে সিআইডি।”