সেপ্টেম্বর ১, ২০২২, ০৭:১৯ পিএম
পাকিস্তানে ভয়াবহ বন্যায় হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সেলিম হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বিস্কুট, ড্রাইকেক, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন, মশারি, কম্বল এবং তাঁবু জরুরি ভিত্তিতে ক্রয়পূর্বক পাকিস্তানে প্রেরণের জন্য এক কোটি চল্লিশ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ মেট্রিক টন বিস্কুট,১০ মেট্রিক টন ড্রাইকেক,১ লক্ষ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট,৫০ হাজার প্যাকেট ওরস্যালাইন,৫ হাজার পিস মশারি,২ হাজার পিস কম্বল এবং ২ হাজার পিস তাঁবু ।