পুলিশ কমিশনারের আমন্ত্রণে না যাওয়ায় শোকজ বিপাকে ৪৬ কর্মকর্তা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৩, ০১:৪৭ পিএম

পুলিশ কমিশনারের আমন্ত্রণে না যাওয়ায় শোকজ বিপাকে ৪৬ কর্মকর্তা

ঢাকা মহানগর পুলিশ কমিশনারের ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে অংশগ্রহণ না করতে পারায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ৪৬ জন পুলিশ কর্মকর্তাকে। এই প্রথম একসঙ্গে ডিএমপির এত কর্মকর্তা শোকজ নোটিশ পেলেন।

ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) সদর দপ্তর থেকে ওই শোকজ নোটিশ পাঠানো হয়েছে বলে জানা যায়। 

সূত্র জানায়, শোকজ নোটিশ পাওয়া কর্মকর্তাদের মধ্যে ২৯ জন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) এবং ১৭ জন সহকারী পুলিশ কমিশনার (এসি) পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। তারা ডিএমপির বিভিন্ন বিভাগ, ইউনিট ও জোনে কর্মরত। 

বিষয়টি জানতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সরকারি ফোন নম্বরে (০১৩০…..৭০০০) ২৯ এপ্রিল দুপুর ১টা ৪০ মিনিটে কল করা হলে ফোন নম্বরটি সংযোগ দেওয়া সম্ভব নয় বলে জানা যায়।

শোকজ নোটিশ পাওয়া ২৯ এডিসির মধ্যে রয়েছেন- এডিসি (পিওএম-উত্তর বিভাগ) সাত্যকি কবিরাজ ঝুলন; ডিএমপির অপারেশনস বিভাগের এডিসি মোনতাছির রহমান; এডিসি (সিটি-স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগ) রহমত উল্লাহ চৌধুরী (বিপিএম-বার); এডিসি (পিএসঅ্যান্ডআইআই বিভাগ) শাকিবুল ইসলাম খান; এডিসি (সিটি-স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগ) আহমেদুল ইসলাম; এডিসি (প্রটেকশন বিভাগ) এবিএম জাকির হোসেন; এডিসি (সিটি রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ) মোহাম্মদ মাহবুব উন নবী; এডিসি (ট্রাফিক-গুলশান বিভাগ) এএসএম হাফিজুর রহমান; এডিসি (ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) জুনায়েদ আলম সরকার; এডিসি (ক্রাইম-১, ক্রাইম বিভাগ) আরিফুল ইসলাম; এডিসি (ডিবি-গুলশান বিভাগ) হাফিজ আল আসাদ; এডিসি (মিরপুর জোন) মাহবুবুর রহমান; এডিসি (সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ) মিনহাজ উল ইসলাম; এডিসি (উত্তরা জোনাল টিম, ডিবি-উত্তরা বিভাগ) বদরুজ্জামান জিলু; এডিসি (ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ) ইয়াসমিন সাইকা পাশা; এডিসি (ওয়ারী জোনাল টিম, ডিবি-ওয়ারী বিভাগ) আহসান খান; এডিসি (দারুসসালাম জোন) জামিনুর রহমান খান; এডিসি (উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ) কাজী রোমানা নাসরিন; এডিসি (সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত) শাহাদাত হোসেন সুমা; এডিসি (মোহাম্মদপুর জোনাল টিম) আনিচ উদ্দিন; এডিসি (ক্যান্টনমেন্ট জোনাল টিম) এসএম রেজাউল হক; এডিসি (গুলশান জোনাল টিম) মাহবুবুল হক সজিব; এডিসি (ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) মনিরুল ইসলাম; এডিসি (ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) আশরাফউল্লাহ; এডিসি (ডিবি-মতিঝিল বিভাগ) আব্দুল্লাহ আল মামুন; এডিসি (ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) নাজমুল হক; এডিসি (পিএসঅ্যান্ডআইআই-২) ফরিদ আহম্মেদ; এডিসি (আইএডি বিভাগ) সন্দীপ সরকার এবং এডিসি (পিওএম-পশ্চিম বিভাগ) মুজিব আহাম্মদ পাটোয়ারী।

আর শোকজ নোটিশপ্রাপ্ত ১৭ এসি (সহকারী পুলিশ কমিশনার) হলেন- এসি (পিএসঅ্যান্ডআইআই-১) মাহবুবুল আলম; এসি (ডিবি-লালবাগ বিভাগ) ফজলুর রহমান; এসি (ডেভেলপমেন্ট-২) কাজী মিজানুর রহমান; এসি (বাড্ডা জোন) মোহাম্মদ তয়াছির জাহান বাবু; এসি (ডেমরা জোন) মধুসূদন দাস; এসি (ওয়ারী জোন) রেফাতুল ইসলাম; এসি (ট্রাফিক-কোতয়ালি জোন) পীযূষ কুমার দে; এসি (ট্রাফিক-ধানমন্ডি জোন) নব কুমার বিশ্বাস; এসি (ডিবি-ওয়ারী বিভাগ) শামসুল ইসলাম; এসি (ট্রাফিক-রমনা জোন) সাকিব হোসাইন; এসি (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার) তারিফুল ইসলাম মাসুদ; এসি (মতিঝিল জোন) গোলাম রুহানি; এসি (আইএডি বিভাগ) আরিফুল ইসলাম রনি; এসি (পিওএম-দক্ষিণ বিভাগ) রেজাউল করিম ভূঞা; এসি (এস্টেট) রতন কান্তি রায়; এসি (পেট্রোল-পল্লবী) মনিরুল ইসলাম ও এসি (সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল সিকিউরিটি বিভাগ) আলম মিয়া।

Link copied!