বন্দুকধারীদের অতর্কিত হামলায় পেরুর দক্ষিণাঞ্চলে সাত জন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। হামলার সাথে এক পুলিশ সদস্যের সংযোগ আছে বলে জানা গেছে। তবে তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দেশটির ভ্যালে দে লস রিওস অপুরিমাক, এনি ওয়াই মানতারোর (ভিআরএইএম) বনাঞ্চল এলাকার নাতিভিদাদ স্থানে এ ঘটনা ঘটে। এই পার্বত্য বনাঞ্চলে পেরুর ৭৫ শতাংশ কোকেইন উৎপাদন হয়। এ কারণে নিয়মিত পুলিশি অভিযান চলে ওই এলাকায়।
এ হামলার পেছনে কোনো গোষ্ঠীকে অভিযুক্ত করেনি পুলিশ। তবে, ওই এলাকায় মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী শাইনিং পাথের একটি অংশের সাথে মাদক পাচারকারীদের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। এই হামলায় তাদের হাত আছে বলে ধারণা করা হচ্ছে।
সাত পুলিশের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে পেরুর ন্যাশনাল পুলিশ।