প্রকল্প বাস্তবায়নে নৌপথে সফলতা আসবে: নৌ প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৯, ২০২২, ০৬:১২ পিএম

প্রকল্প বাস্তবায়নে নৌপথে সফলতা আসবে: নৌ প্রতিমন্ত্রী

ঢাকার চারপাশের নদীপথ উন্নয়নে দখল-দুষণরোধ করা হচ্ছে। নদীপথ বাঁচাতে বেশকিছু প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে নদীপথে যাতায়াতে সফলতা আসবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।  

সোমবার একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

নৌ প্রতিমন্ত্রী বলেন, ঢাকার চারপাশে নৌপথে ২০০৯ সালে ওয়ার্টার বাস চালু করা হয়েছিল। কিন্তু পানি দুষণ ও নদীর পাড় দখলে উদ্যোগটি সফল হয়নি। বর্তমানে ঢাকা সিটি করপোরেশন ও নৌ মন্ত্রণালয়ের সমন্বয়ে দুষণ মুক্ত করা হচ্ছে। নদীর পাড় ঘেঁষে ওয়ার্কওয়ে তৈরি হয়েছে এবং হচ্ছে। পণ্য পরিবহনে জেটি করা হচ্ছে।

পৃথিবীর ব্যস্ততম নদীগুলোর মধ্যে তুরাগ ও বালু নদী এমন মন্তব্য করে তিনি বলেন, ইতোমধ্যে সদরঘাট আধুনিক এবং উন্নত করা হয়েছে। সেখানে প্রতিদিন লাখো মানুষ সেবা পাচ্ছেন। আগামীতে তুরাগ ও বালু নদীপথ উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে।

Link copied!