ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আসছে ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেস্কের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, সম্প্রতি বাংলাদেশ-ভারতের মধ্যে যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সফর ও আলোচ্যসূচি চূড়ান্ত করেন। আগামী ৬-৭ সেপ্টেম্বর ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিক অনুমোদন দিয়েছেন।
প্রসঙ্গত, গত ১৮ জুন বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ পরামর্শক কমিশন-জেসিসি বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন দিল্লি যান। পরদিন ১৯ জুন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হয়।
সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকর্মীদের জানান, জাতিসংঘ অধিবেশনের আগেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন। নরেন্দ্র মোদি সরকারও ওই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত,বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গত বছরের ২৫ মার্চ ঢাকায় এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে ভারত সফরে যান সরকারপ্রধান শেখ হাসিনা।