চিকিৎসার জন্য শনিবার (১৩ নভেম্বর) বিকেলে আবারও হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমে সিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে খালেদা জিয়াকে।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের হাসপাতালে যাওয়া আসার সময় নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন শায়রুল কবির খান।
প্রসঙ্গত, এর আগে গত ১২ অক্টোবর স্বাস্থ্যপরীক্ষা করার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিন সপ্তাহেরও বেশি সময় পর গত ৭ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।
সাবেক এই প্রধানমন্ত্রী আথ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত, চোখের প্রদাহ, হৃদরোগসহ বয়সজনিত নানা জটিলতায় ভুগছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।