বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

জুন ২৫, ২০২৩, ০২:২২ পিএম

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশসহ নিহত ৩

সংগৃহীত ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে গতকাল শনিবার সাতজনের মৃত্যুর পর আবারও পৃথক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক ট্রাফিক পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও চারজন।

রবিবার  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাইক্রোবাসচাপায় এবং  শ্রীনগরে শেখ রাসেল সেনানিবাসের সামনে দোগাছি এলাকায় মাওয়ামুখী একটি কাভার্ড ভ্যানকে পিছন থেকে পিকআপ ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তোফায়েল হোসেন এবং মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (অর্থ ও প্রশাসন) বজলুল রহমান দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তোফায়েল হোসেন সরকার গণমাধ্যমকে জানান,রবিবার সকাল ১০টার দিকে এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন মোড়ে ইজিবাইককে সাইড দিতে গিয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে সেখানে চা খাওয়া অবস্থায় ট্রাফিক পুলিশের এক সদস্যকেও চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, রবিবার সকাল ৬টার দিকে শ্রীনগরে শেখ রাসেল সেনানিবাসের সামনে দোগাছি এলাকায় অপর দুর্ঘটনাটি ঘটে। মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা মাহফুজ রিবেন গণমাধ্যমকে জানান, এক্সপ্রেসওয়ের শ্রীনগর অংশে শেখ রাসেল সেনানিবাসের সামনে দোগাছি এলাকায় মাওয়ামুখী একটি কাভার্ড ভ্যানকে পিছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে তিনজন গুরুতর আহত হন।  তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে পিকআপ চালকের মৃত্যু হয়। আহত অপর দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (অর্থ ও প্রশাসন) বজলুল রহমান গণমাধ্যমকে জানান, কাভার্ড ভ্যান ও পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

এর আগে,গতকাল শনিবার দুপুরের দিকে ভাঙ্গার মালিগ্রামে একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়। ওই অ্যাম্বুলেন্সের যাত্রীরা ঢাকা থেকে বরিশালের  দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মালিগ্রামে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। মৃতদের সবাই একই পরিবারের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

Link copied!