সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের এক আমিরসহ জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন বৈঠকের সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বনানী থানা জামায়াতের আমির তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা রাফি রয়েছেন।
বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বনানীর ওয়্যারলেস গেট এলাকার নবাবী রেস্টুরেন্টে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সমবেত হয়েছিলেন। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে সেখানে যায় পুলিশ। এ সময় বৈঠকরত নেতাকর্মীদের ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করতে বৈঠকে মিলিত হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের থানায় নিয়ে এসে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়াও তাদের বিরুদ্ধে পুরোনো নাশকতার মামলা আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে।