বন্যা পরিস্থিতি পরিদর্শনে সিলেটে প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২১, ২০২২, ০১:৩০ পিএম

বন্যা পরিস্থিতি পরিদর্শনে সিলেটে প্রধানমন্ত্রী

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে তিনি হেলিকপ্টার করে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ১০টায় সিলেট সার্কিট হাউসে প্রবেশ করেন। সেখানে সিলেটের বিভাগীয় শীর্ষ কর্মকর্তা ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর।  জেলা প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।  হেলিকপ্টার থেকে লো-ফ্লাই মুডে সুনামগঞ্জ ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন।  

দুর্গত এলাকার চিত্র দেখতে হেলিকপ্টারটির লো ফ্লাই মুডে উড়ার বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে আগেই জানানো হয়েছিলো।প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, এসএসএফের মহাপরিচালক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, একান্ত সচিব-১, ব্যক্তিগত চিকিৎসক, এডিসি ও বিটিভির ক্যামেরাম্যান। এছাড়া আরও আছেন তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিবেশমন্ত্রী, পানি সম্পদ উপমন্ত্রী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আহমদ হোসেন ও সুজিত রায় নন্দী, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, পিজিআরের কমান্ডার, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১, এসএসএফের ৪ জন এবং ৪ জন মিডিয়ার সদস্য।  সকাল ৮টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে সিলেটের উদ্দেশ্যে রওনা হন। 

সিলেট ও সুনামগঞ্জের ওপর দিয়ে বয়ে যাচ্ছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। দুই জেলার প্রায় ৮০ শতাংশ এলাকা তলিয়ে গেছে পানিতে। বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৪০ লাখ মানুষ। বন্যায় কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বিদ্যুৎ, মোবাইল ফোনের নেটওয়ার্ক ও ইন্টারনেট না থাকায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সুনির্দিষ্ট তথ্য দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন। 

 

 

Link copied!