বন্যার্ত এলাকাগুলোকে ‘দুর্গত অঞ্চল’ ঘোষণার দাবি মির্জা ফখরুলের

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৮, ২০২২, ০৩:৫০ পিএম

বন্যার্ত এলাকাগুলোকে ‘দুর্গত অঞ্চল’ ঘোষণার দাবি মির্জা ফখরুলের

সিলেট-সুনামগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় বন্যার অবনতি হওয়ায় ওইসব এলাকাকে ‘দুর্গত অঞ্চল’হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষ যখন বন্যার পানিতে ডুবে মরছে তখন সরকার পদ্মা সেতুর উৎসবে ব্যস্ত বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার রাজধানীতে এক ওয়ার্ড শাখা বিএনপির সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “পদ্মা সেতু উদ্বোধনের জন্য তারা (সরকার) এত ব্যস্ত যে মানুষের দিকে তাকানোরও সময় নেই, তাদের কষ্টের দিকেও তাকানোর সময় নেই।”

ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে পদ্মা-মেঘনা-যমুনা সবগুলো নদীর পানি আরও বাড়তে থাকবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “এদেশের মানুষকে ভাসিয়ে দেবে। ফসল, গবাদি পশু ও সমস্ত ঘরবাড়ি নষ্ট করবে।”

ভারতের সাথে পানি চুক্তিতে সরকার ব্যর্থ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “সরকার গত এক যুগে ভারতের সাথে নদীর পানি বণ্টনের চুক্তি করতে সক্ষম হয়নি। বহুদিন ধরে তিস্তা নদীর পানি চুক্তির মুলা দেখানো হচ্ছে। নতজানু পররাষ্ট্রনীতির জন্য সরকার যে তার জনগণের প্রতি অবহেলা করছে, সেটা প্রমাণিত।”

মির্জা ফখরুল বলেন, “অপরিকল্পিতভাবে বন্যা দুর্গত এলাকায় বাঁধ ও ব্রিজ নির্মাণ করা হয়েছে। নির্মাণে এত বেশি দুর্নীতি হয়েছে, যার কারণে সমস্ত বাঁধ, রাস্তা ভেঙে যাচ্ছে।” এ সময় বন্যার্ত এলাকাগুলোকে দুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা করা এবং এসব অঞ্চলের জনগণের জন্য ত্রাণের ব্যবস্থার দাবি জানান মির্জা ফখরুল।

Link copied!