জানুয়ারি ২৬, ২০২৩, ০৩:২৮ পিএম
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সাবেক এক ইউপি সদস্যের বাড়ি থেকে এক বৃদ্ধা ও নাত বউয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামে সাবেক ওই ইউপি সদস্যর বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের মা লালমুন্নেছা (১০০) ও ছেলে সোলেমান খন্দকারের স্ত্রী রিপা আক্তার (২০)।
বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, উপজেলার কেদারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের দক্ষিণ ভুতেরদিয়া গ্রামের বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে তিন নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।
পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুবাস সরকার বলেন, ‘রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজনকে অচেতন অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন মৃত ছিল। আর একজন অসুস্থ। তবে কী কারণে দুজনের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাবে না।’
ঘটনাটি তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলে জানায় পুলিশ।