বাংলাদেশ থেকে ২৪ হাজারের বেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন

নিজস্ব প্রতিবেদক

মে ২৮, ২০২৩, ১০:৪১ এএম

বাংলাদেশ থেকে ২৪ হাজারের বেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন

হজ পালনের জন্য শনিবার রাত পর্যন্ত বাংলাদেশ থেকে ২৪ হাজার ১৩২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৫৬৪ জন, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১৯ হাজার ৫৬৮ জন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ বিষয়ক পোর্টাল থেকে  রবিবার এ তথ্য জানা গেছে।

হজ বুলেটিনে জানানো হয়, গতকাল শনিবার অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

বাংলাদেশ থেকে হজযাত্রীদের পরিবহন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস নামে সৌদি আরবের প্রথম বজেট এয়ারলাইন্স। বছর এক লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে যাচ্ছেন। এর মধ্যে ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহন করবে বাংলাদেশের পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।বাকি হজযাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাই নাস।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজের খরচ বেশি হওয়ায় কোটা পূরণ করা যায়নি। কোটা পূরণে আরও দরকার ছিলো সাড়ে তিন হাজার হজযাত্রী।

Link copied!