বারিধারায় লুকিয়ে রাখা ২৭ কোটি টাকা মূল্যের রোলস রয়েস গাড়ি জব্দ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৭, ২০২২, ০১:৪৩ এএম

বারিধারায় লুকিয়ে রাখা ২৭ কোটি টাকা মূল্যের রোলস রয়েস গাড়ি জব্দ

বিপুল অংকের টাকার শুল্কফাঁকি দিয়ে আনা বিলাসবহুল রোলস রয়েস মডেলের একটি গাড়ি লুকিয়ে রাখা হয়েছিল রাজধানীর গুলশানের বারিধারা এলাকার একটি বাড়ির গ্যারেজে। সেখানে অভিযান চালিয়ে ২৭ কোটি টাকা মূল্যের সেই গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার গাড়িটি জব্দ করা হয়। জব্দ করা গাড়িটি ৬ হাজার ৭৫০ সিসির। গাড়িটি আমদানি করা হলেও ২৪ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরী খবরটি নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা জানিয়েছে, বিলাস বহুল রোলস রয়েস মডেলের গাড়িটি গত ১৭মে রাতে চট্টগ্রাম বন্দরের ইপিজেড থেকে অবৈধভাবে খালাস করে ঢাকার বারিধারায় নিয়ে আসা হয়। ঢাকায় আমদানিকারক প্রতিষ্ঠানের মালিকের বাসার গ্যারেজে ঢেকে রাখা হয়। শুল্ক গোয়েন্দাদের কাছে আসা এমন তথ্যের ভিত্তিতে একাধিক দল বেআইনিভাবে খালাস করা গাড়িটির অবস্থান শনাক্তে কাজ শুরু করে। একপর্যায়ে গত সোমবার তারা জানতে পারে গাড়িটি আমদানিকারক জেড অ্যান্ড জেড ইনটাইমস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের এমডির গুলশানের বারিধারার নিজ বাসভবনে লুকিয়ে রাখা হয়েছে।

গোপন ওই তথ্যের ভিত্তিতে এদিন অভিযান চালিয়ে গ্যারেজে থেকে গাড়িটি উদ্ধার করা হয়। জব্দ করা গাড়িটি শুল্ক মুক্ত সুবিধা পাবে কিনা তা খতিয়ে দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। 

রেজা চৌধুরী আরও জানান, প্রাথমিক যাচাই-বাছাইয়ে দেখা গেছে, জেড অ্যান্ড জেড ইনটাইমস লিমিটেডের মাধ্যমে হংকং এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রতিষ্ঠানের জন্য এ গাড়িটি আনা হয়। কিন্তু আমদানিকারক বেআইনিভাবে কাস্টমস শুল্কায়ন সম্পন্ন এবং শুল্ক-কর পরিশোধ না করে তাঁর ব্যক্তিগত গ্যারেজে গাড়িটি লুকিয়ে রাখেন।

কাস্টমস আইন অনুযায়ী গাড়িটি জব্দ করে শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে কী কারণে আমদানি করা গাড়িটি ছাড় হওয়ার ৭০ দিন পরও শুল্কায়ন করা হয়নি, সে বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অনুসন্ধান চলমান রয়েছে।

Link copied!