বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার দুই নম্বর বুথ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে বুথটি দিয়ে সাময়িক টোল আদায় বন্ধ রয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
তিনি বলেন, ২ নম্বর বুথ বন্ধ থাকলেও টোলপ্লাজার অপর চারটি বুথ সচল রয়েছে। সেগুলো দিয়ে টোল আদায় হচ্ছে।
টোল বুথে বাস ধাক্কার ঘটনায় একটি জিডি হয়েছে পদ্মা সেতু উত্তর থানায়। টোল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে মামলা হবে। বাসের চালক, হেলপার পলাতক আছে। বাসের ধাক্কায় বুথটি দক্ষিণ দিকে হেলে পড়েছে। এখন বুথটি বন্ধ আছে।