ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৭:০১ পিএম
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ৭৫ পরবর্তী সরকার দেশকে প্রায় পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে। তারা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ না করে নিজেদের উন্নয়ন করেছে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পুনর্ভবা নদী খনন কাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর তত্বাবধানে এ খনন কাজ শেষ হতে সময় লাগবে ২ বছর। প্রকল্পের আওতায় সুন্দরা হতে সিংহজানী পর্যন্ত প্রায় ৭৮ কিলোমিটার নৌপথের খনন হবে; যার গড় প্রশস্ত হবে ৩০ মিটার। ১৫ মিলিয়ন ঘনমিটার খননের ব্যবস্থা আছে। এজন্য ব্যয় হবে প্রায় ১৪০ কোটি টাকা। চুক্তিভূক্ত সাতটি প্রতিষ্ঠান এবং বিআইডব্লিউটিএ খনন কাজ করবে। খননের ফলে এটি তৃতীয় শ্রেণির নেভিগেশনাল রুটে উন্নিত হবে। নদীতে আবার পণ্যবাহী জলযান দেখা যাবে। শুষ্ক মৌসুমে নদীতে পানি থাকার কারণে কৃষি কার্যক্রম বৃদ্ধি পাবে, মৎস্য চাষে সুবিধা হবে এবং পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।
প্রতিমন্ত্রী বর্তমান সরকারকে উন্নয়নের রোড মডেল উল্লেখ করে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে; এগিয়ে যাবে এর ধারাবাহিকতা কেউ ঠেকাতে পারবেনা। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আঃ ওয়ারেজ, বীরগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. আবদুল ওয়ারেছ প্রমুখ।