জুন ২, ২০২২, ০১:০১ এএম
গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে উপদেষ্টামন্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও উপদেষ্টামন্ডলীর সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যদি আগামীতে রাজনৈতিকভাবে আসে, তবে তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। আর যদি সহিংসতার পথে আসে, তবে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
ওবায়দুল কাদের বলেন, প্রত্যেকটা বিষয়ে আলোচনা হয়েছে। সিনিয়র নেতারা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, আমাদের নেত্রী শেখ হাসিনাও মনোযোগ দিয়ে তাদের কথা শুনেছেন। ১৭ জনের মতো উপদেষ্টা বক্তব্য দিয়েছেন। তারা মূলত আগামী নির্বাচন এবং ডিসেম্বরে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল নিয়ে আলোচনা করেছেন। এছাড়া বিভিন্ন উপ-কমিটি নিয়ে কথা হয়েছে। আলোচনায় সভা-সমাবেশের মাধ্যমে দলের সাংগঠনিক অবস্থা কিভাবে আরও জোরদার করা যায় তার উপর গুরু্ত্ব দেওয়া হয়েছে। দেশের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র চলছে, সে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কিভাবে ষড়যন্ত্র মোকাবিলা করা যায় সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন নেত্রী। সকলকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করার আহবান জানানো হয়েছে। এসবের বিরুদ্ধে ছাত্রলীগকে ক্যাম্পাসে মানববন্ধন করতে বলেছেন নেত্রী। শান্তিপূর্ণ কর্মসূচি দিতে বলেছেন।সংঘর্ষে যেতে নিষেধ করেছেন। তবে কেউ আন্দোলনের নামে নাশকতা করলে প্রতিহত করার নির্দেশ দিয়েছেন।
তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ বলেন, বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। ২৫ জুন কিভাবে পদ্মা ব্রিজের উদ্বোধন হবে, এছাড়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ৩০শে জুনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে বেশি কথা হয়েছে আমাদের সংগঠন নিয়ে। তৃণমূল পর্যন্ত আমাদের সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন নেত্রী। বাংলাদেশ আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল। অনেক ষড়যন্ত্র হবে এবং হচ্ছে, নেতাকর্মীদের সব ধরণের ষড়যন্ত্র মোকাবিলা করতে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দলের সভাপতি। প্রায় ৫ ঘন্টা আমরা আলোচনা করেছি। অত্যন্ত সুন্দর ও গঠনমূলক আলোচনা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন সতর্কতা অবলম্বন করে। ক্যাম্পাসে এখন একটা লাশ পড়ুক এটা ষড়যন্ত্রকারীরা চাইছে। তাই সাবধানতা জরুরি।