বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
এর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ পরে উন্নত চিকিৎসার জন্য গত ২৭ জুন সিঙ্গাপুর নেওয়া হয়।
সোমবার (৩ জুলাই) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, ‘নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ইউ শেন শাই বলেছেন- খন্দকার মোশাররফ হোসেনের ব্রেইনের বহির্ভাগে একটি স্ফেনয়েড উইং মেনজিওমা টিউমার রয়েছে। যার জন্য তাঁকে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।’
শামসুদ্দিন দিদার জানান, ‘প্রথমত অস্ত্রোপচার অথবা আপফ্রন্ট রেডিওথেরাপির জন্য প্রস্তাব করা হয়েছিল। তবে তাঁর স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় উচ্চতর অস্ত্রোপচার এবং জেনারেল অ্যানেসথেসিয়ার ঝুঁকি থাকার কারণে তাকে আপফ্রন্ট রেডিওথেরাপি দেয়ার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
খন্দকার মোশাররফ হোসেনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শীঘ্রই রেডিওথেরাপি দেওয়া শুরু হবে। কত দিন এই থেরাপি চলবে সেটি ১১ জুলাই জানানো হবে।
এদিকে বিএনপির এই নেতার আশু রোগমুক্তি এবং সুস্থতার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তাঁর বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার। বর্তমানে খন্দকার মোশাররফ হোসেনের সাথে সিঙ্গাপুরে আছেন তিনি।