বিএনপির লোকজনও আওয়ামী লীগের জনসভায় আসবেন: জাহাঙ্গীর কবির নানক

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৩, ১১:১৫ পিএম

বিএনপির লোকজনও আওয়ামী লীগের জনসভায় আসবেন: জাহাঙ্গীর কবির নানক

২৯ জানুয়ারি রাজশাহীতে বিভাগীয় জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জনসভায় বিএনপির লোকজনও যোগ দেবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বিএনপির লোকেরাও এই সভায় আসবেন। কারণ তাঁরা এই দেশের নাগরিক। তাঁরা কোনো বিচ্ছিন্ন দ্বীপের নাগরিক নন।’

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মাঠ পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর কবির নানক এই মন্তব্য করেন।

পুরো উত্তরবঙ্গের মানুষ এই জনসভার অপেক্ষায় আছেন উল্লেখ করে জাহাঙ্গীর কবির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মাদ্রাসা ময়দানকে (সভাস্থল) ছাপিয়ে সমগ্র রাজশাহী শহর এক উত্তাল জনসমুদ্রে পরিণত হবে। জনসভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এই জনসভা থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে কি না, এমন প্রশ্নের জবাবে নানক বলেন, নির্বাচনী প্রচার অনেক আগে থেকেই শুরু হয়েছে। আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী দল। আওয়ামী লীগের উদ্দেশ্যই হচ্ছে নির্বাচন করা, তাতে জনগণকে সম্পৃক্ত করা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর এমন অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ইকবাল হাসান মাহমুদ টুকুরা এভাবেই মিথ্যার বেসাতি করে থাকেন। তাঁরা ইতিহাস বিকৃত করেন। জাতির পিতা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করেছেন। মুক্তিযোদ্ধাদের বিলীন করে দিয়েছিলেন এই টুকু সাহেবেরা। তাঁরা মানুষকে মিথ্যা তথ্য দিচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। বিএনপি আমাদের কাছে কোনো “সাবজেক্ট” নয়।

Link copied!