বিএনপির সমাবেশস্থলে চলছে মোরগ পোলাও রান্না

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৮, ২০২২, ০৬:৪৩ পিএম

বিএনপির সমাবেশস্থলে চলছে মোরগ পোলাও রান্না

বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয়েছে নেতাকর্মীদের সমাগম। রান্না হচ্ছে মোরগ পোলাও, বিভিন্ন মনোহারী পণ্যের পসরা নিয়ে বসেছেন অনেকে। সমাবেশ নিয়ে সবার মধ্যেই বিরাজ করছে উৎসবের আমেজ।

সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আসা নেতা-কর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে বানানো ক্যাম্পগুলোতে আছেন। তাঁদের কাছেই নিজেদের পণ্যের সমাহার নিয়ে যাচ্ছেন স্থানীয় ভাসমান ব্যবসায়ীরা। মাঠের একপাশে বড় বড় হাঁড়িতে চলছে সমাবেশে আসা নেতা-কর্মীদের জন্য রান্না।

রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি শাহ আলম বলেন, ‘আজ আমার লোকেরা ১০ হাজার লোকের জন্য মুরগি দিয়ে পোলাও রান্না করছে। রান্না শেষ হলে মাঠে থাকা যেকোনো নেতা-কর্মী এই খাবার খেতে পারবেন।’

হবিগঞ্জ ক্যাম্পে থাকা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সমদস্য নেতা আদাব আলী জানান, তাদের ক্যাম্পে ৪০০ জনের জন্য রান্না হয়েছে। নেতা-কর্মীরা বৃহস্পতিবার রাত থেকে মাঠে অবস্থান করছেন।

বগুড়ার মহাস্থানগড়ের সন্দেশ এনে আলিয়া মাদ্রাসা মাঠে বিক্রি করছেন সুমন নামে এক ব্যক্তি। প্রতি পিস সন্দেশ দশ টাকায় বিক্রি করছেন তিনি। শুক্রবার সকাল থেকে ভালোই বিক্রি চলছে বলে জানান সুমন।

ধানের শীষের আকৃতি আর লোগো দেওয়া কোট পিন, ব্যাজ আর ফিতা নিয়ে শরীয়তপুরের নড়িয়া থেকে সমাবেশে বিক্রি করতে এসেছেন মামুন খান। খুলনা, বরিশাল ও ফরিদপুরে বিএনপির গণসমাবেশে তিনি এসব পণ্য বিক্রি করেছেন। এবার এসব পণ্য নিয়ে এসেছেন সিলেটে।

মামুন বলেন, ‘২০-৩০ টাকায় কোট পিন, ১৫-২০ টাকায় ব্যাজ এবং ফিতা ১০ টাকা দরে বিক্রি করছি।’

শুক্রবার সকালে সমাবেশস্থল পরিদর্শনকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আপনারা দেখেন, আগামীকাল (শনিবার) আমাদের সমাবেশ। বৃহস্পতিবার থেকেই মানুষ চলে আসছেন। এটা জনগণের দাবিতে পরিণত হয়েছে। আমরা বাধা-বিপত্তি মাথায় নিয়েই গত ১৩ বছর ধরে করছি। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠের সব কাজও সম্পন্ন।’

দুপুরের পর থেকে সিলেট নগরী জনসমুদ্রে পরিণত হবে দাবি করে সিলেট সিটি মেয়র বলেন, ‘যেটা আপনারা আগামীকাল আশা করছেন, সেটা আজকে রাতের মধ্যেই দেখবেন। সমস্ত শহর লোকে লোকারণ্য হয়ে পড়বে। বাধা-বিপত্তি অতিক্রম করে জনতা আসছেন।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে দলটি আট বিভাগ ও দুই সংগঠনিক বিভাগে সমাবেশ করছে।

চট্টগ্রাম, ময়মসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে (সাংগঠনিক বিভাগ) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ ছাড়া আর সব সমাবেশের সময় পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। ময়মনসিংহে ধর্মঘট না থাকলেও যান চলাচল করেনি।

সিলেটের সমাবেশের আগে বিভাগের চার জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে ধর্মঘট ডাকা হয়েছে।

Link copied!