বিএসএফের গুলিতে নিহত ছাত্রের মরদেহ এখনও পায়নি পরিবার

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২২, ০৯:৩২ পিএম

বিএসএফের গুলিতে নিহত ছাত্রের মরদেহ এখনও পায়নি পরিবার

দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক ছাত্র নিহত হয়েছে। গত বুধবার ঘটনাটি ঘটলেও আজও (শুক্রবার) ওই ছাত্রের মরদেহ ফের পায়নি তার পরিবার।

স্কুল ছাত্র মিনারুল ইসলামের (১৬) মরদেহ ফেরত পেতে শুক্রবার সকালে বিজিবির দাইনুর বিওপি ক্যাম্প কমান্ডারের কাছে লিখিতভাবে আবেদন করেছেন তার বাবা জাহাঙ্গীর আলম।

নিহত মিনারুল ইসলাম খানপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি রংমিস্ত্রির জোগালির কাজ করত মিনারুল। চার ভাইবোনের মধ্যে সে ছিল তৃতীয়।

পরিবার জানায়, গত বুধবার বিকেলে স্থানীয় কয়েকজনের সাথে মিনহাজুল দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছে গেলে বিএসএফ গুলি চালায়।  গুলিবিদ্ধ হয়ে মিনহাজুল মারা গেলে তার মরদেহ বিএসএফ নিয়ে যায়।

মরদেহ ফেরত আনার বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে দাইনুর বিওপির নায়েক সুবেদার আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন, 'আবেদন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। এসব বিষয়ে কিছু আইনি প্রক্রিয়া থাকে, কার্যক্রম চলছে। সেসব সম্পন্ন হলে পরে জানানো হবে।'

Link copied!