বিকেলে বসছে নতুন বছেরর প্রথম অধিবেশন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২২, ০৩:৫৫ পিএম

বিকেলে বসছে নতুন বছেরর প্রথম অধিবেশন

নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু হচ্ছে অজ রবিবার। বিকেল ৪টায় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে। নতনু বছরে জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে অন্য অধিবেশনগুলোর মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে জাতীয় সংসদের বৈঠক চলবে। তবে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারের জন্য বাড়তি কড়াকড়ি আরোপ করা হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, এই অধিবেশন ২৬ জানুয়ারি পর্যন্ত চালানোর প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। তবে স্পিকার চাইলে সময় বাড়াতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বছরের প্রথম অধিবেশনে সংবিধানের বিধান অনুযায়ী সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই অধিবেশন সাধারণত দীর্ঘ হয়ে থাকে। করোনাকালের অন্যান্য অধিবেশনের মতো এই অধিবেশনও স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে। সংসদের পঞ্চদশ অধিবেশন গত ২৮ নভেম্বর শেষ হয়। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বিরতি দেওয়ার সুযোগ রয়েছে।

করোনাকালের অন্য অধিবেশনগুলোর মতো এবারও রোটেশন অনুযায়ী সংসদ সদস্যরা সংসদে যেতে পারবেন। এর আগে সব সংসদ সদস্যের করোনা টেস্ট করাতে হবে। তবে সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ (অসুস্থ হয়ে দেশের বাইরে), সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা সংসদের প্রতিটি বৈঠকে অংশ নিতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ‘এবার অধিবেশনে সংসদ কক্ষে বাড়তি কর্মচারীও রাখা হবে না। ঠিক যে কয়জন দরকার সেই অনুযায়ী রাখা হবে। সংসদ সদস্যরা যারাই বৈঠকে যোগ দেবেন তাদের করোনাভাইরাস পরীক্ষা করাতে হবে।’

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে, এবার নতুন চারটি খসড়া আইন সংসদে তোলার জন্য জমা পড়েছে। খসড়া আইনগুলো হলো- বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বিল, বাংলাদেশ পর্যটন করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, বাণিজ্য সংগঠন বিল এবং পেমেন্টস অ্যান্ড সেটেলমেন্টস বিল। এ ছাড়া আগের সাতটি বিল সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন রয়েছে বলেও জানা গেছে।

Link copied!