বুকে ব্যথা নিয়ে সিসিইউতে মির্জা আব্বাস

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৭, ২০২১, ০৯:৪৩ এএম

বুকে ব্যথা নিয়ে সিসিইউতে মির্জা  আব্বাস

বুকে ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাত দেড়টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।

আজ বুধবার (১৭ নভেম্বর) সকালে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম আমাদের সময়কে জানান, ‘মঙ্গলবার বিকেল থেকেই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন মির্জা আব্বাস। ব্যথা না কমায় রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে দ্রুত কিছু পরীক্ষা-নিরীক্ষা করলে উচ্চরক্তচাপ সহ কিছু সমস্যা ধরা পড়ায় সিসিইউতে নেন। এছাড়াও তার ডায়াবেটিসের সমস্যা আছে। চিকিৎসকরা ঘুমের ওষুধ দিয়েছেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন।’

দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপির এ নেতা, জানান ডা. রফিকুল ইসলাম।

Link copied!