বেগমগঞ্জে সহিংসতা: বিএনপি-জামায়াত নেতাসহ গ্রেপ্তার ১১

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৫, ২০২১, ০৮:৪৩ পিএম

বেগমগঞ্জে সহিংসতা: বিএনপি-জামায়াত নেতাসহ গ্রেপ্তার ১১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, পূজামণ্ডপ ও বসতবাড়িতে হামলার ঘটনায় জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ও জামায়াত নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ অক্টোবর) রাতভর জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

সোমবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

যাদের গ্রেপ্তার করা হেয়েছে তারা হলেন- নোয়াখালীসদর উপজেলার মো. রায়হান (৩৮),ফয়সাল বারী চৌধুরী (৪৫), পূর্ব চরমটুয়া ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব বেলায়েত হোসেন (২৬), চাটখিল উপজেলার পারভেজ হোসেন (২৯), সোনাইমুড়ী উপজেলার আব্দুল বারেক (৫৫) ও কোম্পানীগঞ্জ উপজেলার মিন্টু (২৩)। জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল (৩৯), কোম্পানিগঞ্জ উপজেলার আলাউদ্দিন (৩২), ফজলুর করিম সুমন (৩২), আব্দুল বাকী শামীম (৪১) এবং সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা মো. হারুনুর রশিদ (৪৮)।

সরকারকে বেকায়দায় ফেলার জন্য দলীয় স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিভিন্নভাবে মানুষকে উসকানি দিয়েছে উল্লেখ করে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন,‘সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা রিমান্ড প্রার্থনা করে আসামিদের থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের চেষ্টা করব।’গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনা সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও এসপি জানান।

তিনি আরও বলেন, পূজা চলাকালে সহিংসতার ঘটনায় জেলায় মোট ২৬টি মামলা করা হয়েছে। মোট গ্রেপ্তার ১৯২ জন। এর মধ্যে এজাহারনামীয় আসামি ৯০ জন আর সন্দেহজনক ১০২ জন।

Link copied!