মার্চ ১২, ২০২৩, ০১:৪৩ এএম
রাজশাহীর বিনোদপুরে স্থানীয় ব্যবসায়ীদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর জের ধরে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় তিনজন আহতের খবর পাওয়া গেছে।
শনিবার (১১ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
জানা যায়, এদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুর বাজারে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর বাসের টিকিট কাটা নিয়ে বাসের হেলপারের সাথে ঝামেলার শুরু হয়। খবর পেয়ে সেখানে জড়ো হয় ওই বিভাগের শিক্ষার্থীরা। সে সময় স্থানীয় এক ব্যবসায়ী হস্তক্ষেপ করলে শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের হাতাহাতি শুরু হয়। ঘটনার মীমাংসা করতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া এগিয়ে গেলে তাঁর মোটরসাইকেলে হামলা করে স্থানীয়রা।
এ ঘটনায় কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইন-শৃঙ্খলাবাহিনী। এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে সবাইকে নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।