তৃতীয়বারের মতো ২১২.৯ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে বাংলাদেশে এল ভারত রেলওয়ের বিশেষ ট্রেন ‘অক্সিজেন এক্সপ্রেস’। শুক্রবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে অক্সিজেন এক্সপ্রেস বেনাপোল রেলস্টেশনে এসে পৌঁছায়। বেনাপোল রেলস্টেশনের মাষ্টার নাইদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাইদুর রহমান বলেন, ‘আজ দুপুরে ভারত থেকে একটি ট্রেনে ১০টি ট্যাংকারে অক্সিজেন আসে। বেনাপোল কাস্টমসের শুল্ক কর পরিশোধপূর্বক ৩টার দিকে ভারতের অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল ছেড়ে চলে গেছে। ট্রেনটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে আনলোড করা হবে।’
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানায়, ‘ভারতীয় রেলের আরও একটি অক্সিজেন এক্সপ্রেস শ্বাসকষ্টের রোগীদের সহায়তার জন্য ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) তৃতীয় চালান নিয়ে বাংলাদেশের এসেছে।’
১০টি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মে.টন) ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বহনকারী ট্রেন ভারতের টাটানগর থেকে বাংলাদেশে আসে। লিন্ডে বাংলাদেশ লিমিটেড ভারত থেকে এই অক্সিজেন আমদানি করেছে।
এর আগে গত ২৪ ও ২৭ জুলাই ভারত থেকে দুই দফায় ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন নিয়ে দুটি ট্রেন বাংলাদেশে আসে।