ভালো কাজের শর্তে মুক্তি পেল ৭০ শিশু

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৪, ২০২১, ০১:২৯ এএম

ভালো কাজের শর্তে মুক্তি পেল ৭০ শিশু

ভালো কাজ করতে হবে এমন শর্তে ৭০ শিশুকে মুক্তি দিয়েছে সুনামগঞ্জের শিশু আদালত। বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন তাদের মুক্তির নির্দেশ দেন।

সুনামগঞ্জে ভালো কাজ করার শর্তে ৫০টি মামলায় অভিযুক্ত ৭০ শিশুকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের কারাগারে না পাঠিয়ে ফুল ও ডায়েরি উপহার দিয়ে মা-বাবার জিম্মায় মুক্তি দেওয়া হয়।

আদালত প্রবেশনকালীন এই ৭০ শিশুর জন্য যেসব শর্ত পালনের কথা উল্লেখ করেছেন সেগুলো হলো, (১) প্রতিদিন দুটি ভালো কাজ করা এবং আদালত প্রদত্ত ডায়েরিতে তা লিখে রাখা। বছর শেষে সেই ডায়েরি আদালতে জমা দেওয়া। (২) মা–বাবাসহ গুরুজনদের আদেশ-নিষেধ মেনে চলা এবং কাজকর্মে তাদের সাহায্য করা। (৩) নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ ও ধর্মকর্ম পালন করা। (৪) অসৎ সঙ্গ ত্যাগ করা। (৫) মাদক থেকে দূরে থাকা। (৬) ভবিষ্যতে কোনও অপরাধে নিজেকে না জড়ানো।

আদালত বলেন, ‘এসব শিশু ছোটখাটো অপরাধের দায়ে অভিযুক্ত হয়ে দীর্ঘদিন আদালতে হাজিরা দিয়েছে। সংশোধনের জন্য তাদের কেন্দ্রে না পাঠিয়ে মা-বাবার জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়ার পর শিশুরা শর্তগুলো মেনে চলছে কিনা তা মনিটরিং করবেন প্রবেশন কর্মকর্তা ও একজন পুলিশ কর্মকর্তা। আদালতের আদেশের ব্যত্যয় ঘটলে তাদের কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হবে। এই রায়ের ফলে শিশুরা পরিবারে থেকে সংশোধনের সুযোগ পাবে। 

Link copied!